The Most Viewed Videos of all Time
Welcome
Login / Register

ইতিহাসের ভয়ংকর ১০টি ভাইরাস ! Top 10 Deadly Virus In History | Bangla Documentary

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Top 10
46 Views

Description

ইতিহাসের ভয়ংকর ১০টি ভাইরাস ! Top 10 Deadly Virus In History | Bangla Documentary
বিবর্তনের ধারায় আজকের চেহারা পাওয়ার অনেক আগ থেকেই প্রাণঘাতী নানা ভাইরাসের সঙ্গে লড়াই চলছে মানুষের। শুধু এ অণুজীবের সংক্রমণেই জনশূন্য হয়েছে অনেক জনপদ। প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ১০টি ভাইরাস নিয়ে আজকের আয়োজন—

1. করোনাভাইরাস : করোনাভাইরাস আসলে একক কোনো ভাইরাস নয়। এটি বেশকিছু ভাইরাস প্রজাতির বড় একটি পরিবার। সার্স, মার্সের মতো প্রাণঘাতী ভাইরাসগুলোও এ পরিবারের অন্তর্ভুক্ত। এ পরিবারের ভাইরাসগুলো জুওনোটিক, অর্থাৎ এগুলো প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে প্রাণীতে সংক্রমিত হতে পারে।

2. রোটাভাইরাস: নবজাতক ও শিশুদের মধ্যে ভয়াবহ ও প্রাণঘাতী ডায়রিয়াজনিত ব্যাধির কারণ এ রোটাভাইরাস। বর্তমানে শিশুদের সুরক্ষায় দুই ধরনের রোটাভাইরাসের টিকা পাওয়া যায়। পানিবাহিত হওয়ায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।

3. ডেঙ্গু: ডেঙ্গি ভাইরাসজনিত রোগ ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয় ১৯৫০ সালে। ফিলিপাইন ও থাইল্যান্ডে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বসবাস করছে ডেঙ্গু উপদ্রুত দেশগুলোয়। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা।

4.ইনফ্লুয়েঞ্জা: ডব্লিউএইচওর মতে, সাধারণ একটি ফ্লু মৌসুমে, বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্ত হয়ে পাঁচ লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু মাঝেমধ্যে ফ্লুর নতুন স্ট্রেইন দেখা দিলে সাধারণত, রোগের সংক্রমণ গতি এবং মৃত্যুহার—দুই-ই বেড়ে যায়। সবচেয়ে ভয়ংকর ফ্লু এখন স্প্যানিশ ফ্লু নামে পরিচিত।

5. হান্টাভাইরাস: ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের এক স্বাস্থ্যবান আদিবাসী নাভাহো ও তার বাগদত্তা আকস্মিক দমবন্ধ হয়ে মারা যান। কিছুদিন পর স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্তদের বাড়ির একটি ইঁদুরের দেহে হান্টাভাইরাসের উপস্থিতি শনাক্ত করেন।

6. গুটিবসন্ত: ১৯৮০ সালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ঘোষণা করা হয়, বিশ্ব এখন গুটিবসন্তমুক্ত। কিন্তু এর আগে হাজার হাজার বছর ধরে ব্যাধিটির মোকাবেলা করতে হয়েছে মানুষকে। মৃত্যুবরণ করতে হয়েছে এ রোগে আক্রান্তদের এক-তৃতীয়াংশকে। বেঁচে ফেরাদের মধ্যে অনেকেই অন্ধ হয়ে গিয়েছিলেন চিরতরেই। ইউরোপ থেকে ছড়ালেও মহাদেশটির বাইরের দেশগুলোয় গুটিবসন্তে মৃত্যুহার ছিল অনেক বেশি।

7. এইচআইভি: আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়ংকর ভাইরাসের নাম এইচআইভি। আশির দশকের শুরুর দিকে প্রথম শনাক্ত হয় এইচআইভি ভাইরাস। ওই সময়ের পর থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ কোটি ৬০ লাখ লোকের।

8. র‌্যাবিস: একটা সময়ে জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্ক ছিল অনেক। র‌্যাবিস ভাইরাসের সংক্রমণে ভয়াবহ এ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। ছড়ায় র‌্যাবিস ভাইরাস সংক্রমিত পশুর কামড়ে। বর্তমানে উন্নত দেশগুলোসহ বিশ্বের অনেক এলাকা থেকেই এ রোগ পুরোপুরি নির্মূল হয়ে গেছে। কিন্তু ভারত ও আফ্রিকার বিভিন্ন স্থানে এটি এখনো মারাত্মক সমস্যা হিসেবে রয়ে গেছে।

9. ইবোলা: ইবোলা ভাইরাস প্রথমবারের মতো ছড়িয়ে পড়ার কথা শোনা যায় ১৯৭৬ সালে। সে সময় আফ্রিকার সুদান ও কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ছড়িয়ে পড়ে। আক্রান্ত মানুষ বা প্রাণীর রক্তসহ দেহজাত তরল বা টিস্যুর মাধ্যমে রোগটি ছড়ায়।

10. মারবার্গ ভাইরাস: মারবার্গ ভাইরাস প্রথম চিহ্নিত হয় ১৯৬৭ সালে জার্মানির একটি ল্যাবের কর্মীদের মধ্যে। ডেঙ্গু বা ইবোলার মতো মারবার্গ ভাইরাসের কারণেও হেমোরেজিক জ্বর দেখা দেয়।

You are most welcome to Knowledge Tube , the best YouTube channel for Bangla documentary on science, technology history and current affairs happening around the world.

Subscribe to Knowledge Tube
https://www.youtube.com/channel/UC8CoD-2B8PQQsYETkQk1yZw

দয়া করে এই চ্যানেলের ভিডিও ডাউনলোড করে অন্যথায় আপলোড করবেন না। আমাদের পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন।
Please don't upload this channel video in other online platform. Stay with us, watch full video, like, share and comment.

Fair Use Disclaimer
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Post your comment

Comments

Be the first to comment
RSS