কেন বাড়ছে পাকিস্তানি ড্রামার দর্শক? Top 10 Best Pakistani Dramas of all time | Trendz Now
Description
হলিউড, বলিউড, স্প্যানিশ, টার্কিশ, ইরানি, চাইনিজ অথবা কলকাতা, তামিল, তেলুগু কিংবা মালায়ালাম এমনকি কোরিয়ান, ইউরোপীয়ান সিনেমা সিরিজের ব্যাপক কদর বাড়ছে বাংলাদেশী দর্শকদের মাঝে। গেম অফ থ্রোনস নিয়ে পাগলামি করা দর্শকদেরও ছাড়িয়ে গিয়েছে দিরিলিস আরতুগ্রুল নিয়ে দর্শকদের পাগলামো। কখনো বাহুবালি, কেজিএফ নিয়ে পুরো দেশ মাতোয়ারা। আবার সেই একই বিনোদন পাগল মানুষ ছুটছে রহস্য রোমাঞ্চকর দৃশ্যম ২ নিয়ে কিংবা ভিনছেনজো নিয়ে।
কলকাতার কিংবা হিন্দি সিরিয়ালের মাত্রারিক্ত ন্যাকামোতে বিরক্ত হয়ে অনেকেই পাকিস্থানি ড্রামাতে ঝুকতে শুরু করেছে হালের সময়ে। চিরায়ত বাংলা, হিন্দি সিরিয়াল থেকে যেমন গোছানো , তেমন বাস্তব জীবনের প্রতিচ্ছবিও স্পষ্ট এসব ড্রামায়। ধার্মীয় দৃষ্টিকোণ বিচারে কিংবা ইসলামিক গেীরবউজ্জল ইতিহাস সত্যের আদলে যথাসম্ভব পরিমিতভাবে ফুটিয়ে তুলতে পারার এক অভিনব সুনাম অর্জন করেচে পাকিস্তানি ড্রামাগুলো। আচরণে বা পোশাকে শালীনতা, পারিবারিক অবস্থান, বন্ধুত্ব, প্রেমঅনুভূতি সমূহ ইসলামিক জীবনব্যবস্থার আলোকেও কত সুন্দরভাবে যাপন করা যায় সেটাও ফুটে উঠছে ড্রামাগুলোতে। যার ফলে এসব সরল দৃশ্যায়নের কারণেই এদেশের দর্শকেরাও দিনকে দিন ঝুঁকছে পাকিস্তানি ড্রামার প্রতি।
এহেদ ই ওয়াফা, হামসাফার, সুনো চান্দা, খানি, চিখ, ইশকিয়া এর মতো বেশকিছু পাকিস্তানি ড্রামার হুটহাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ড্রামার ভিডিও ক্লিপ ও দর্শকের আলোচনা প্রশ্নের জন্ম দিচ্ছে সো কল্ড হিন্দি সিরিয়ালের থেকে এর ভিন্নতা নিয়ে। দর্শক আমাদের এই পর্বে থাকছে সেরা ১০টি পাকিস্থানি ড্রামার খোজ খবর; ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনিও বুঝতে পারবেন কেনোই বা পাবিস্তানি ড্রামার প্রতি দর্শক এত আবেদন অনূভব করছে হুট করে। চলুন শুরু করা যাক…
#Top_10_Super_Hit_Pakistani_Dramas
Comments