পারমানবিক শক্তিতে শক্তিশালী ১০টি দেশ | Top 10 NUCLEAR POWER Countries | Trendz Now
Description
২০২০ সালটা শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে। ইরানের জেনারেল কাসেম সোলাইমানীকে হত্যা করেছে আমেরিকা, রক্তের বদলে রক্ত চাই ইরান।
কী হবে, যদি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? ইরানকে কী মাটির সঙ্গে মিশিয়ে দেবে আমেরিকা? উত্তর কোরিয়ার কিম জং উন কী করবেন তখন? পারমাণবিক অস্ত্র নিয়ে তিনি কি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লাগবেন না? আর রাশিয়া ই কি আঙুল চুষবে? ভারত পাকিস্তানেরও তো পারমানবিক অস্ত্র আছে, তারা কি চুপ করে থাকবে? চলুন, এক নজরে দেখা যাক, তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে কী হতে পারে, সামরিক খাতে কার কী অবস্থা, কোন দেশ কতটা শক্তিশালী, কার কার হাতে আছে পারমানবিক অস্ত্রের মজুদ? আমাদের এই পর্বে এমন ১০টি দেশ নিয়ে কথা বলব, যারা পারমানবিক শক্তিধর দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুটি নাটি সকল তথ্য পাবেন পুরো ভিডিও জুড়ে।
#top10 #powerful_country
Comments