The Most Viewed Videos of all Time
Welcome
Login / Register

পৃথিবীর ১০ টি অমীমাংসিত রহস্য | Top 10 Mysterious Place In The World Bangla | অদ্ভুত ১০

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by in Top 10
60 Views

Description

অদ্ভুত ১০ এর এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম।
এই পৃথিবীতে অনেক জানা - অজানা রহস্য আছে যা হয়ত আপনি জানেনা। বিশ্বের ১০ টি সবচেয়ে বড়ো রহস্যময় ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও।
আপনি দেখতে পারবেন রহস্যময় জায়গা বা ভয়ংকর কিছু জায়গা। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা বা প্রাচীনতম রহস্য সম্পর্কে জানতে অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন।
Mysterious places.
ভিডিও তে উল্লেখিত জায়গা গুলো হলো:

Aokigahara forest, Japan :
অওকিগাহারা, জাপানের ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিমে অবস্থিত ৩৫ বর্গ কিলোমিটারের একটি জঙ্গল। ।জাপানি পুরান মতে, এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত। এই বন থেকে প্রতি বছর একশত এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। বনটি জাপানিদের কাছে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং সারা পৃথিবীতে দ্বিতীয় । আত্মহত্যার জন্য আমেরিকার সান ফ্রন্সিসকোর গোল্ডেন ব্রিজ এর পর এর অবস্থান। হিসাবমতে প্রতিবছর এখানে গড়ে ১০০ জন মানুষ আত্মহত্যা করে।

Easter Island :
রহস্যে ঘেরা এক দ্বীপের নাম ইস্টার আইল্যান্ড ।এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের
লাভানির্মিত বৃক্ষশূন্য একটি
আগ্নেয় দ্বীপ। আয়তন : ৬৪ বর্গমাইল।
ত্রিভূজ আকারের দ্বীপটির অবস্থান দক্ষিণ আমেরিকার চিলি উপকূলের ২৩০০ মাইল পশ্চিমে।প্রশান্ত মহাসাগরের নির্জন এ দ্বীপটিতে রয়েছে অনেকগুলো ভাস্কর্য।

Stone spheres of Costa Rica :
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার ডিকুইস ব-দ্বীপ। এখানেই ১৯৩০ সালের দিকে আবিস্কৃত হলো নানা আকৃতির সব পাথরের বল। গ্রানোডিওরাইট আর গাবরো জাতীয় পাথরে তৈরি বলগুলির কোনো কোনোটি একেবারে ছোট্ট, কয়েক সেন্টিমিটার ব্যাসার্ধের; আবার কয়েকটির ব্যাসার্ধ দুই মিটারের কম হবে না। কিছু বল তৈরি হয়েছে লাইমস্টোন আর বেলেপাথর দিয়ে। এদের মধ্যে কোনো কোনোটি তো রীতিমত পেল্লাই, ওজন কমসে কম ১৬ টন!

Maracaibo Lake :
ভেনিজুয়েলা দেশে ক্যাটাতম্বোর বাজ একটি বায়ুমণ্ডলীয় ঘটনা। এটি ক্যাটাতম্বো নদীর মুখের উপরে ঘটে যেখানে এটি মারাকাইবো লেকে খালি হয়।

এটি 1 কিলোমিটারেরও বেশি উচ্চতায় প্রচুর ঝড়ের মেঘের থেকে উদ্ভূত হয় এবং প্রতি বছর 140 থেকে 160 রাত পর্যন্ত, 10 ঘন্টা প্রতি দিন এবং প্রতি ঘন্টা ২৮০ বার পর্যন্ত ঘটে।

Old Faithful :
ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক এ অবস্থিত ফোয়ারাটির নাম হল ওল্ড ফেইথফুল। এখানে প্রতি এক থেকে দেড় ঘণ্টা পর পরই এই জলের খেলা দেখা যায় যা কিনা ১৯০ ফুট পর্যন্ত উপরে ওঠে। আর স্থায়িত্বও ৫ মিনিট পর্যন্ত হয়ে থাকে। প্রায় আড়াই কিলোমিটার গভীর ভুঅভ্যন্তর থেকে আসা এই জল প্রতি বারে ১৪ হাজার থেকে ৩২ হাজার লিটার জল ভূপৃষ্ঠে ছিটিয়ে দেয়।

Nazca Lines :
নাজকার রেখাসমূহ হল দক্ষিণ আমেরিকার পেরুর নাজকা মরুভূমিতে অঙ্কিত কিছু বিপুলকায় ভূরেখাচিত্র বা জিওগ্লিফ। এই বিশালাকৃতির রেখা বা নকশাগুলো ১৯৯৪ খ্রিষ্টাব্দে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়। পেরুর রাজধানী লিমা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রায় ৮০ কিলোমিটার লম্বা ও ৫০০ বর্গকিলোমিটার বিস্তৃত শুষ্ক নাজকা মালভূমি অঞ্চলে মাটির উপর টানা বিশাল বিশাল সরলরেখা এবং তার সমন্বয়ে অঙ্কিত এইসব জ্যামিতিক চিত্র ও নানা পশুপাখির ছবি, বিশেষজ্ঞদের অনুমান মোটামুটি খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে অঙ্কিত।

Roop Kund Lake :
হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছোট্ট এক গ্রাম ওয়ান। সেখানে বরফে ঢাকা রূপকুণ্ড লেক। বছরের প্রায় আট মাসই বরফাবৃত থাকে লেকটি। আর এই লেক ঘিরেই রয়েছে রহস্যের ভাণ্ডার! লেকের বরফ গলতেই জলাশয়ের আশপাশে দেখা মেলে কঙ্কালের!

Magnetic Hill :
চৌম্বক পর্বত হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলের লেহর কাছে অবস্থিত একটি অভিকর্ষ পর্বত।এই অঞ্চল ও তার আশেপাশের ঢালগুলির বিন্যাস এমন একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টি করে, যাতে মনে হয় পর্বতের উতরাই পথটি আসলে চড়াই পথ। পর্বতে বস্তু বা গাড়িগুলি যখন প্রকৃতপক্ষে নিচের দিকে নামে তখন আভিকার্ষিক দ্বন্দ্বের ফলে মনে হয় সেগুলি যেন উপরের দিকে উঠে যাচ্ছে।

ভারতের গুজরাত রাজ্যে এই ধরনের আরও দু'টি অভিকর্ষ পর্বত রয়েছে: একটি ভূজের নিকটবর্তী ও অপরটি তুলসীশ্যামের নিকটবর্তী।

Natural Hotspring :
পামুক্কালে (তুর্কি ভাষায় "তুলার প্রাসাদ") তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্ছলীয় দেনিজলি প্রদেশের অন্তর্গত একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান। এখানে প্রাকৃতিক উষ্ণ জলধারা ও ট্র্যাভারটাইন, বিভিন্ন কার্বনেট মিনারেল উৎপাদিত বিস্তির্ন ভূমি রয়েছে। পামুক্কালে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত। এখানে বছরের অধিকাংশ সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে।

Racetrack Playa :
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মৃত্যু উপত্যকায় অবস্থিত এই স্থানটি আমেরিকানদের কাছেই এক রহস্য। এই স্থানটির সবচেয়ে রহস্যময় বিষয় হলো এর বুকে ভেসে বেড়ানো পাথরগুলো।

কিভাবে এই পাথরগুলো ভেসে ভেসে এসেছে তার কোনো কুলকিনারা কেউ করতে পারেনি।

----------------------------------------------------------
MUSIC In This Video :

Mystery by GoSoundtrack http://
www.gosoundtrack.com/
Creative Commons - Attribution 4.0 International –CC BY 4.0
Free Download / Stream: http://bit.ly/mystery-gosoundtrack
Music promoted by Audio Library https://youtu.be/8TKy9bzrk24


Track: Bloom - Be Around [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch: https://youtu.be/XnouxUYJRRO
Free Download / Stream: http://ncs.io/BeAround


Track: Sub Urban - Cradles [NCS Release
Music provided by NoCopyrightSounds.
Watch: https://youtu.be/Hn4sfC2Pbhl
Free Download / Stream: http://ncs.io/CradlesYO

----------------------------------------------------------
Subscribe and Support us ❤

Post your comment

Comments

Be the first to comment
RSS