বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কে - সাকিব, শাকিব খান, পরী মনি? | Bangladeshi Top 10 Popular Celebrities
Description
বাংলাদেশের সেরা দশ জনপ্রিয় সেলিব্রেটি। তো অনেক দিন ধরে, রঙধারা চ্যানেলে শুধু ভারতেরই সেরা ৫, সেরা ১০, সেরা ১৫ শুনেছেন। এবার চলুন একটু বাংলাদেশের সেরা ১০ শুনে নেওয়া যাক। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরা ১০ সেলিব্রেটির লিস্ট, যারা জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে। তো এই লিস্টটি সোশ্যাল মিডিয়ার উপর বেইজড করে নির্মিত হয়েছে, যেখানে ফেইসবুক সহ টুইটার এবং ইন্টস্টাগ্রাম ফলোয়ারের উপর নির্ভর করে সেরা ১০ বাংলাদেশী সেলিব্রেটির নাম তুলে ধরা হয়েছে। তো পোস্টটির শুরুতে একটি প্রশ্ন থাকছে, তা হল বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান এবং বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান কত নাম্বারে থাকতে পারে বলে আপনি মনে করেন, এখুনি কমেন্টে জানিয়ে রাখুন। চলুন, আপনার দেওয়া উত্তরটি মিলিয়ে নেওয়া যাক।
লিস্টের শুরুতেই থাকছে পরশী’র নাম। ২৪ বছর বয়সী এই সুন্দরী আছে লিস্টের ১০ নাম্বারে। খুব অল্প বয়সেই গান দিয়ে সেলিব্রেটি বনে যাওয়া পড়শী এখনো নিয়মিত গান গেয়ে যাচ্ছে। পাশাপাশি মডেল হিসেবে নিয়মিত দেখা যায় তাকে। তো যায় হোক, বর্তমানে পড়শীর টুইটাইরে ফলোয়ার আছে মাত্র ৬৮হাজারের মত। তবে ইনস্টাগ্রামে তার ২০লাখের অধিক ভক্ত আছে। সেই সাথে ফেইসবুকে আছে ৪৮লাখের অধিক। সবমিলিয়ে পড়শী বর্তমানে ৭০লাখের কাছাকাছি ভক্তের মালিক।
মেহজাবীন আছে লিস্টের ৯ নাম্বারে। তো বর্তমানে ছোট পর্দার সবচেয়ে ডিমান্ডেড অভিনেত্রী ধরা হয় এ সুন্দরীকে। প্রতি বছর এই অভিনেত্রীর রেকর্ড পরিমাণ সিঙ্গেল নাটক রিলিজ হয়। আর এই নাটক দিয়েই লাখো কোটি ফলোয়ার্স আদায় করে নিয়েছেন তিনি। তো টুইটারে এই সুন্দরী ফলোয়ার মাত্র ১লাখ প্লাস হলেও, ইনস্টাগ্রামে ৩৫লাখ ফলোয়ার্স নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রেটির আসনটি দখল করে আছে। পাশাপাশি ফেইসবুকেও তার ৩৫লাখ প্লাস ভক্ত আছে। সবমিলিয়ে মেহজাবীনের মোট ভার্চুয়াল ফ্যান ৭৫লাখ প্লাস।
লিস্টের আট নাম্বারে আছে ৬২ বছর বয়সী হানিফ সংকেত। শুধুমাত্র ইত্যাদি দিয়েই এ উপস্থাপক এতটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। তার সঞ্চালিত ইত্যাদি প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের এক নাম্বার জনপ্রিয় ম্যাগাজিন টিভি শো হিসেবে এখনো ঠিকে আছে। তো যায় হোক, বর্ষীয়ান এ সেলিব্রেটির টুইটার কিংবা ইনস্টাগ্রামে রিয়েল কোন একাউন্ড না পেলেও, ফেইসবুক রিয়েল একাউন্ট পাওয়া যায়। যেটিতে বর্তমানে ৭৮লাখের অধিক ভক্ত কানেক্টেড আছে। অর্থাৎ হানিফ সংকতের ভার্চুয়াল ভক্ত ৭৮লাখ প্লাস।
লিস্টে এবার বাংলাদেশী ক্রিকেটারের আগমন। লিস্টের ৭ নাম্বারে আছে নাছির হোসাইন। শুধুমাত্র ক্রিকেট দক্ষতা দিয়েই নাছির বাংলাদেশের সেরা ১০ সেলিব্রেটির একজন বনে যায়। টুইটারে তার নিজস্ব কোন একাউন্ট পাওয়া না গেলেও, ইনস্টাগ্রাম এবং ফেইসবুকে তার রিয়েল একাউন্ট পাওয়া যায়, যেগুলি তিনি নিয়মিত আপডেট রাখেন। তো তার ভার্চুয়াল ফলোয়ারের দিক দিয়ে ইনস্টাগ্রামে আছে সাড়ে তিন লাখ প্লাস এবং ফেইসবুকে আছে ৭৪লাখ প্লাস। সবমিলিয়ে নাছির প্রায় ৭৮লাখের কাছাকাছি ফ্যানের মালিক।
তো আবারো লিস্টে ক্রিকেটারের আগমন। এবার আসছে সবার প্রিয় ক্রিকেটার মাশরাফি। তিনি আছেন লিস্টের ৬ নাম্বারে। এক সময় ক্রিকেটের তিন ফরমেটেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। তবে বেশিরভাগ সময় ইঞ্জুরিতে থাকার কারণে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তো অবসর নিলেও, এখনো ভক্তরা এই কিক্রেটারকে অত্যধিক ভালবাসেন। যার কারণে ভার্চুয়াল মাধ্যমে তার ভক্তসংখ্যা প্রচুর। ইনস্টাগ্রামে তার ভক্ত আছে ৪লাখের কাছাকাছি এবং ফেইসবুকে আছে ৮৭লাখ প্লাস। সবমিলিয়ে মাশরাফি ৯১লাখ ভক্তের মালিক।
ক্রিকেটারের পর এবার লিস্টে আসছে ঢালিউড সেলিব্রেটি পরীমনি। এই সুন্দরী আছে লিস্টের ৫ নাম্বারে। বাংলা সিনেমার এক্ট্রেসদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পরীমনি বেশ এক্টিভ। তার যে কোন খবর তিনি নিয়মিত ফেইসবুক এবং ইনস্টাগ্রামে প্রকাশ করেন। তবে টুইটারে এই অভিনেত্রী এখনো জয়েন করেন নি। তো যায় হোক, ইনস্টাগ্রামে পরীমনির ফলোয়ার আছে আড়াই লাখের কাছাকাছি। তবে ফেইসবুকে এই অভিনেত্রী ৯০লাখ ফলোয়ারের মালিক। সবমিলিয়ে এই সুন্দরী বর্তমানে ৯৩লাখের কাছাকাছি ফ্যান নিয়ে এগিয়ে চলেছে।
দয়া করে ‘রঙধারা’ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : https://bit.ly/2MioTIC
সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রাখুন।
কপি কিংবা ভুয়া খবর নয়, আসল বিনোদন খবরের জন্য ‘রঙধারা’র উপর বিশ্বাস রাখুন।
বি.দ্র:
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয়/অনিচ্ছাকৃত। সে জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী!
কপিরাইট:
এ ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক কপি করে ওয়েবদুনিয়ায় (ইউটিউব, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট ইত্যাদি) প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। কপিরাইট আইন ১৯৭৬ সালের সেকশন ১০৭ অনুযায়ী তা অপরাধযোগ্যও বটে। সুতরাং ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন!
রঙধারা’ সম্পর্কে:
‘রঙধারা’ চ্যানেলে বিশ্ব সিনেমার সব খবর প্রকাশিত হয়। বিশেষ করে বিশ্বের সেরা সব মুভির খবর রঙধারা প্রকাশ করে থাকে। সেই সাথে ভিউয়ার্সদের আগ্রহ নিয়ে ভিডিও তৈরি করে।
রঙধারার ফেইসবুক পেইজ : https://www.facebook.com/rongdhara
রঙধারা’কে ইমেইল করতে চাইলে : [email protected]
Disclaimer:
Video and Music Disclaimer Under Creative Common | Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#BangladeshiCelebrity #Top10Celebrities #BDActor #ShakibKhan #Porimoni #ShakibAlHasan #Purnima #Porshi #Tahsan #rongdhara
Comments