রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত || মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত || ব্রেকিং নিউজ
Description
চীন VS ডোনাল ট্রাম্প || চীন ও ডোনাল ট্রাম্পের যুদ্ধ || চীন নির্বাচনে হারাতে চায় ডোনাল ট্রাম্পকে
About Video:-
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্স করছিলেন মিশুস্তিন। সে সময় জানতে পারেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি প্রেসিডেন্ট পুতিনকে জানান প্রধানমন্ত্রী মিশুস্তিন। এই ভিডিও কনফারেন্স টিভিতেও সম্প্রচার করা হয়। পরে হাসপাতালে ভর্তি হন রুশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাশিয়ায় একদিনেই রেকর্ড সাত হাজার ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে সহস্রাধিক মানুষের। রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত || মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত || ব্রেকিং নিউজ
*******************************
Comments