Jhenidah food distribution | ঝিনাইদহে নিম্ন আয়ের নুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | News Lover 2020
Description
ঝিনাইদহে নিম্ন আয়ের নুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিনাইদহে করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা অসহায় ও দরিদ্র ২’শ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে শহরের পবহাটিতে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সৃজনী বাংলাদেশ নামের একটি সংগঠন। সকালে সৃজনী বাংলাদেশের প্রধান কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২’শ নিম্ন আয়ের মানুষগুলো ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু ও সাবান পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।
In this channel contains all kinds of Entertainment & News such as Music videos, funny Videos, Gaming Videos,Documentary ,Drama , Short Films, Informational videos and Top 10 Related videos. So stay with this YouTube channel to enjoy yourself. Watch our channel and subscribe to get more and more Updates.
Comments