Lockdown effect on Animals | বন্য প্রানীদের উপর Lockdown প্রভাব | Corona virus effects on Nature
Description
Today we will talk about the "Lockdown effect on Animals , Corona virus effects on nature and Environment. বন্য প্রানীদের উপর lock down এর প্রভাব ."
Sumarry:
Lockdown is going on all over the country , CORONA effects become worse day by day. From the unpaved roads of the village to the highways of the city, all are empty now . But countless and helpless creatures continue to enjoy this solitude. Its look like the walls of wildlife and human civilization seem to be getting smaller and smaller.
The lost birds or the blue sky which were covered with pollution seems to have come back to life again. Nature has also begun to decorate itself with new colors. Thousands of animals have been captured on the roads or in settlements in different parts of the world.
From lonely roads in Africa to empty cities in Paris or open airports in Israel, wildlife is now roaming free. Sometimes they are running at their own whim, sometimes they are going out in groups for unknown purposes. And nature seems to be trying to explain that 'this road, this city, the open sky to these wild animals just as much as human beings'.
গোটা দেশ জুড়ে এখন লকডাউন, গৃহবন্দী মানুষের এখন একটাই প্রার্থনা সংকট যেন তাড়াতাড়ি বিদায় নেয়। গ্রামের কাঁচা রাস্তা থেকে শুরু করে শহরের রাজপথ সবই জনমানব শূন্য । কিন্তু এই নির্জনতাকে উপভোগ করে চলেছে অগণিত অবলা জীব । বন্যপ্রাণী ও মানব সভ্যতার দেয়াল যেন ক্রমেই ছোট হয়ে আসছে । হারিয়ে যাওয়া পাখির ডাক কিংবা দূষণের ঢাকা নীল আকাশ আবার যেন জীবন ফিরে পেয়েছে । প্রকৃতিও নিজেকে নতুন রঙে সাজাতে শুরু করেছে । পৃথিবীর বিভিন্ন প্রান্তে সড়ক পথে কিংবা বসতি এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে নির্ভয় ঘুরতে থাকা হাজারো প্রাণী ।
সিভেট এরা সাধারণত গভীর জঙ্গলে বসবাস করে । 1990 সালে শেষবার একে দেখা গিয়েছিল । আর আজ প্রায় 30 বছর পর লক ডাউন এর আশীর্বাদে হঠাৎই কেরালার রাস্তায় তার দেখা মিলেছে । আপন খেয়ালে চলা প্রাণীটিকে দেখে মনেই হচ্ছে না সে মানুষের এলাকায় এসে পড়েছে বরং তার রাজকীয় চাল উপভোগ করে চলেছে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীও ।
একসাথে আপনি কতগুলি কচ্ছপ দেখেছেন 5 ,10,50 কিংবা 100 । কিন্তু ওড়িশার সমুদ্র উপকূলে এই কচ্ছপের সংখ্যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না । প্রায় আট লক্ষ কচ্ছপ একসাথে উঠে এসেছে মাঝ সমুদ্র থেকে । সাধারণত ভারতের সি বিচ (sea beach) গুলো অতিরিক্ত মানুষের ভিড়ে ঠাসা থাকে । মুম্বাই, গোয়া থেকে শুরু করে দীঘার সমুদ্র সব জায়গায় প্রায় একই দৃশ্য । লক ডাউন এর জন্য বিচ এখন নির্জন তাই সবথেকে সুবিধা হয়েছে এই কচ্ছপ গুলির। প্রজননের জন্য সমুদ্র থেকে দলে দলে উঠে এসেছে সমুদ্রতটে । জীববিজ্ঞানীদের মতে এই আট লক্ষ কচ্ছপ এবারেই প্রায় 7 কোটিরও বেশি ডিম দিয়েছে ।
শুধু আমাদের দেশেই নয় বাইরের দেশগুলোতেও দৃশ্যটা অনেকটা একই রকম ।
থাইল্যান্ডের এই শহরে একসময় পর্যটকদের ভিড় জমে থাকতো । খাঁচায় বন্দি অসংখ্য প্রাণীর ছবি তোলা হত দামি ক্যামেরায় আজ পর্যটক নেই আর ক্যামেরা চার্জিং অবস্থায় ঘরবন্দি । কিন্তু রাস্তায় দেখা মিলছে হাজার হাজার জীবজন্তুর । কখনো এক টুকরো খাবারের সন্ধানে কখনো বা ঘোরার বাহানায় দেখা মিলছে হাজার হাজার বানরের দল ।
আফ্রিকার নির্জন রাস্তা থেকে শুরু করে প্যারিসের ফাঁকা শহর কিংবা ইজরায়েলের খোলা বিমানবন্দর সব স্থানেই এখন বন্যপ্রাণীর অবাধ বিচরণ । কখনো বা তারা আপন খেয়ালে ছুটে বেড়াচ্ছে কখনোবা দলবেঁধে বেরিয়ে পড়ছে অজানার উদ্দেশ্যে । আর প্রকৃতি যেন পদে পদে বুঝিয়ে দিতে চাইছে এই রাস্তা, এই শহর, খোলা আকাশ যতটা মানুষের ঠিক ততটাই এই বন্য জিবদের ।
More Videos:
1. কোম্পানির ছোট্ট ভুলের জন্য এত বড়ো ক্ষতি | Huge loss for small mistake by big company | Gayanbrikhya
https://youtu.be/rJ3lG7fZvWw
2. ভারতের বাজারে বিক্রি চলছে কিন্তু বিদেশে নিষিদ্ধ | Product banned outside except India |Gayanbrikhya
https://youtu.be/yQt39iOgBxQ
#lockdown_effects #corona_effects
Our Youtube channel ' Gayanbrikhya ' ( জ্ঞানবৃক্ষ ), provide various type of uncommon and interesting videos like Mysterious things, Amazing inventions, Unknown facts, Top 10 things, interesting random facts and so on.
We upload two or three videos every week. So stay tuned and subscribe us to get all the latest updates.
Please do share, like and subscribe to help us to grow fast. Thank you ...
Keep watching 'GAYANBRIKHYA'.
Our Facebook page link -
https://www.facebook.com/gayanbrikhya/
Our Instagram page link -
https://www.instagram.com/gayanbrikhya/
My (Subhajit) own Instagram page -
https://www.instagram.com/subhajit.743/
My (Subhajit) Facebook account -
https://www.facebook.com/profile.php?id=100004149496653
My (Moumita) own Instagram page -
https://www.instagram.com/moumita843/
My (Moumita) own Facabook account -
https://www.facebook.com/profile.php?id=100013103351681
Comments