Top 10 Air I বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বিমান I SandeshBD
Description
রাষ্ট্রপ্রধানরা যখন অন্য দেশে যান, তখন প্রথমেই মাথায় রাখতে হয় তাঁদের সুরক্ষার বিষয়টা। তাই যে কোনও বিমানে উঠে বিদেশ সফরে যেতে পারেন না তাঁরা। তাঁদের জন্য প্রস্তুত থাকে বিশেষ বিমান। নিজের এয়ারফোর্স ওয়ান-এ ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি রাষ্ট্রপ্রধানদেরও রয়েছে বিশেষ বিমান। কেমন সে সব বিমান? দেখে নেওয়া যাক বিশ্বের প্রথম ১০ প্রেসিডেন্টিয়াল এয়ারক্র্যাফ্ট।
Download Our App: Sandesh360
Comments