Top 10 Country Danger in Coronavirus | Coronavirus Update
Description
করোনায় সবচেয়ে বিপর্যস্ত দশ দেশ
করোনায় এ পর্যন্ত কোন দশটি দেশের মানুষ সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে, মৃত্যু কোন দেশগুলোতে সবচেয়ে বেশি? দেখুন ছবিঘরে...
১০. জার্মানি
মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০জন৷ মারা গেছেন ৪৪জন৷ সুস্থ হয়েছেন ১১৫জন৷
৯. নেদারল্যান্ডস
মোট আক্রান্ত দুই হাজার ৪৬৮জন৷ মারা গেছেন ৭৭জন৷ সুস্থ হয়েছেন দুইজন৷
৮. দক্ষিণ কোরিয়া
মোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন৷ মারা গেছেন ৯৪ জন৷ সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০জন
৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬জন৷ মারা গেছেন ১৩৮ জন৷ সুস্থ হয়েছেন ৬৫জন৷
৬. মার্কিন যুক্তরাষ্ট্র
মোট আক্রান্ত ১৪ হাজার ২৫০জন৷ মারা গেছেন ২০৫ জন৷ সুস্থ হয়েছেন ১২১জন৷
৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১১ হাজার ১০জন৷ মারা গেছেন ৩৭২ জন৷ সুস্থ হয়েছেন ১২জন৷
৪. স্পেন
মোট আক্রান্ত ১৮ হাজার ৭৭জন৷ মারা গেছেন ৮৩৩জন৷ সুস্থ হয়েছেন এক হাজার ১০৭জন৷
৩. ইরান
মোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭জন৷ মারা গেছেন এক হাজার ২৮৪জন৷ সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯জন৷
২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে৷ সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন৷ মারা গেছেন তিন হাজার ২৫৩জন৷ কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি৷ চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬জন৷
১. ইটালি
মোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন৷ করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে৷ সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫৷ আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম৷ মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০জন৷
Comments