Top 10 Worst Pandemics in History করোনার আগে সবচেয়ে ধ্বংসাত্মক ১০ মহামারী স্প্যানিশ ফ্লু,প্লেগ,কলেরা
Description
করোনার আগে সবচেয়ে ধ্বংসাত্মক ১০টি মহামারী - এই পর্বে আজ আপনাদের বলবো কোভিড-১৯ বা করোনা ভাইরাস সৃষ্ট মহামারীর প্রাদুর্ভাবের আগে বিগত ২০০০ বছরের মানবসভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া ভয়ংকরতম ১০ টি মহামারীর কথা। যেমন ১৬৫ খ্রিস্টাব্দের অ্যান্টোনাই প্লেগ, ৫৪১-৪২ খ্রিস্টাব্দের জাস্টিনিয়ান প্লেগ, ১৩৪৬ থেকে ১৩৫৩ সালের মধ্যে ঘটে যাওয়া Tha Black Death, ১৮৫২ থেকে ১৮৬০ এর মধ্যে হওয়া তৃতীয় কলেরা মহামারী, ১৮৮৯-১৮৯০ সালের ফ্লু, ১৯১০-১১ খ্রিস্টাব্দে ভারতের কলেরা মহামারী, ১৯১৮ সালের ভয়াবহ স্প্যানিশ ফ্লু, যার জেরে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে মৃত্যু হয় ২ কোটি মানুষের, ১৯৫৬-৫৮ এর এশিয়ান ফ্লু, এবং এইচআইভি বা এইডস ভাইরাস সৃষ্ট মহামারী। যেগুলো আজকের করোনা ভাইরাস সৃষ্ট মহামারীর থেকে কোনো অংশে ন্যূন ছিল না।
ভিডিওটি ভালোলাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেননা কিন্তু। আর আমাদের পোস্টগুলি নিয়মিত পেতে
Comments