Top 5 Recruitment 2020 - মাধ্যমিক পাশ - February month job - Kolkata Police - Group D job 2020
Description
প্রায় ৮৪ হাজার শূন্যপদ রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে। সেই শূন্যপদগুলিকে এবার ধীরে ধীরে পূরণ করার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে (#CISF) কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে ওই বাহিনীতে ২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এরপর আবার ৩০০ টেকনিক্যাল পদের নিয়োগ প্রক্রিয়া চলবে। শুধুই সিআইএসএফ নয়, আগামী এক বছরের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (#BSF), সশস্ত্র সীমা বল (#SSB) এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশেও (#ITBP) বড় মাপের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জম্মু ও কাশ্মীর বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনের সুরক্ষার দায়িত্বও এবার দেওয়া হবে সিআইএসএফের হাতে।
Comments