3 Top Cervical Pain Exercises that Actually Work - Arun Physiotherapy
Description
3 Top Cervical Pain Exercises that Actually Work - Arun Physiotherapy
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ফিজিওথেরাপিস্টরা দেশে এখন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দিতে সক্ষমতা অর্জন করেছে। বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অর্থোফিজিওথেরাপি, নিউরোফিজিওথেরাপি, কার্ডিওরেসপেরেটরি ফিজিওথেরাপি, রিহ্যালিটিভ ফিজিওথেরাপি, পেড্রিয়াটিক ফিজিওথেরাপিসহ সাতটি বিভাগে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্টরা চিকিৎসাসেবা দিচ্ছেন।
তাই ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন । কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। সেক্ষেত্রে রোগী দ্রুত আরোগ্য লাভ করে।
তবে আশার ব্যাপার হলো- মানুষ এখন অনেক সচেতন হচ্ছে, তাই তারা ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ নেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের খোঁজ করে তার তত্ত্বাবধায়নে ফিজিওথেরাপি নিতে চান।
ধন্যবাদ
অরুন কুমার মন্ডল, পিটি
প্রতিষ্ঠিতা, অরুন ফিজিওথেরাপি সেন্টার
তেঘরিয়া, কলকাতা।
Arun physiotherapy centre
- :Physiotherapist:-
1. Arun kumar Mondal
2. Riya kundu
3. Bhagirath Ghosh
Jhawtala, hanuman mandir, kolkata-700157.
Near-Teghoria, lokenath Mondir.
Phone
Comments