Top 10 Country (by birth) with Highest Nobel Prize
Description
১৯০১সাল থেকে সারা পৃথিবীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক অতুলনীয় কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে।
মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হতো। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে।
১৯০১ থেকে ২০২০ পর্যন্ত মোট ৬০৩টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
আজকের আলেখ্য: জন্মগতভাবে দেশ অনুযায়ী নোবেল পুরস্কারের সংখ্যা (১৯০১ থেকে ২০১৬)।
বাংলার বিজ্ঞান চেতনাকে সঞ্জীবিত করতে এসেছে ঘুম জাগানিয়া 'এলেবেলে'র দল।
ফেসবুক
আমাদের ফেসবুক পেজ টিকে লাইক করতে ভুলবেন না (এলেবেলে - Elebele)। বিজ্ঞানের মজার সব তথ্য নিয়ে রোজ (আপাতত রবিবার বাদে) সেখানে থাকছে 'তাই নাকি!' এছাড়াও রোজ দিনের বিজ্ঞানের জগতের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে থাকছে 'ফিরে দেখা'। বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণার খবরাখবর নিয়ে সেখানে থাকছে আমাদের সাপ্তাহিক সেগমেন্ট 'আতস কাঁচ'। ফেসবুক-এর পাতায় আমার খুঁজতে হলে ক্লিক করুন নিচের লিঙ্ক-এ
https://www.facebook.com/elebele.org
এলেবেলে বৈঠক
"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই..."
কফি হাউসের সেই আড্ডাটা নেই ঠিকই কিন্তু যা আছে সেটি হল "এলেবেলে বৈঠক", আর সেখানে আড্ডা জমানোর জন্য বিকেল হওয়ার অপেক্ষাও করতে হয় না। আপনার সামনে কোনো এমন ঘটনা ঘটেছে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আপনার কাছে, প্রশ্ন করে ফেলুন। আপনি আজকে নতুন কোনও চমকপ্রদ তথ্য জানতে পারলেন, আপনার ভাষায় লিখে ফেলুন। এছাড়া অন্য কারও প্রশ্নের উত্তর জানা থাকলে তার উত্তর দিন, আলোচনা করুন। যেকোনো বিজ্ঞান সম্পর্কিত আড্ডার জন্য "এলেবেলে বৈঠক"-এর দরজা সর্বদা খোলা। তাহলে আর দেরি কেন? নিচে লিঙ্ক-এ ক্লিক করুন আর আড্ডায় যোগদান করুন।
https://www.facebook.com/groups/elebele.org
'Elebele' অ্যাপ
এলেবেলের সমস্ত লেখা এখন একটি ক্লিকের দূরত্বে। ডাউনলোড করে ফেলুন 'Elebele' অ্যাপ নিচের লিঙ্ক-এ ক্লিক করে অথবা প্লে ষ্টোরে ‘Elebele’ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন সহজেই।
https://play.google.com/store/apps/details?id=com.elebeleapp.elebele&hl=en
ইনস্টাগ্রাম:
আমরা এখন ইনস্টাগ্রাম-এও, ইনস্টাগ্রাম পেজ-এ আমাদের ফলো করুন:
https://www.instagram.com/elebele_org/
টুইটার:
টুইটারের পাতায় আমাদের খুঁজে পেতে ক্লিক করুন
https://twitter.com/Elebele_org?s=09
টেলিগ্রাম চ্যানেল:
আমাদের সমস্ত আপডেট এখন পাবেন টেলিগ্রাম-এ, যোগ দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে:
https://t.me/elebele_org
ওয়েবসাইট:
এলেবেলের লেখার নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন এলেবেলে এর ওয়েবসাইটে, বিজ্ঞান সম্পর্কিত আমাদের নতুন প্রবন্ধ গুলি পড়তে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ফলো করুন।
https://www.elebele.org/
Music by astrofreq from Pixabay
Comments